
দীপককুমার দাসঃ

বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত সর্ব্বভারতীয় স্তরে স্বর্ণ পদক ও তাম্র পদক পেলেন সিউড়ির দুই নৃত্যশিল্পী। ভরতনাট্যম নৃত্যে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন পঞ্চম বর্ষের ছাত্রী সপ্তকী দে। পাশাপাশি রবীন্দ্র নৃত্যে তৃতীয় হয়ে তাম্র পদক পেয়েছেন সপ্তমবর্ষের ছাত্রী মণিদীপা গাঙ্গুলি। দুজনই সিউড়ির অনুভবে টুলটুল গুরুকূল পরম্পরা নৃত্যাঙ্গনের ছাত্রী। এই দুজনের সাফল্যে খুশি নৃত্য প্রশিক্ষিকা চন্দ্রাবলী ঘোষাল সহ এই সংস্থার নৃত্য শিল্পীরা।
