শম্ভুনাথ সেন ও সন্তোষ পালঃ
বীরভূমের দুবরাজপুর মামা-ভাগ্নে পর্যটন ক্ষেত্র সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের গায়ে গড়ে উঠেছে “মণিমহেশ হসপিটাল”। বেসরকারী উদ্যোগে উচ্চ প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটির আজ ২৫ ফেব্রুয়ারি শুভ উদ্বোধন হল। উদ্বোধন করেন বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সঙ্গে ছিলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, উপপুরপ্রধান মির্জা সৌকত আলী, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, ডেপুটি সি এম ও এইচ দেবাশীষ রায়, মণিমহেশ হাসপাতালের ডিরেক্টর ডাঃ গৌরাঙ্গ ব্যানার্জী, স্থানীয় চিকিৎসক ডাঃ এস.পি মিশ্র, শিক্ষক রামতনু নায়ক প্রমুখ। সন্ধ্যায় হাসপাতালের ফলক উন্মোচন করেন বীরভূমের জেলা সমাহর্তা বিধান রায়। সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রিকুমার আড়ি সহ বিশিষ্টজনেরা। জেলাশাসক এই হাসপাতালের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের কাছে তুলে ধরেন তাঁর প্রতিক্রিয়া। দুপুরে পাহাড়েশ্বর সংলগ্ন উদ্বোধনী মঞ্চে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ এই হাসপাতালের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে শ্রোতা-দর্শকের আসন ছিল পরিপূর্ণ।