বীরভূমের দুবরাজপুর মাদৃক সংঘ ক্লাবে অত্যাধুনিক মহিলা ব্যায়ামাগারের উদ্বোধন করলেন জেলাশাসক বিধান রায়

শম্ভুনাথ সেনঃ

স্বাস্থ্যই সম্পদ। বীরভূমের দুবরাজপুর “মাদৃদ সংঘ” ক্লাবে পুরুষদের পাশাপাশি আলাদাভাবে মহিলাদের জন্য আধুনিক ব্যায়ামাগার (জিম) গড়ে তোলা হয়েছে। নামকরণ করা হয়েছে “শিলা রানী মিশ্র মহিলা ব্যায়ামাগার”। আজ ২৫ ফেব্রুয়ারি এই অত্যাধুনিক ব্যায়ামাগারের উদ্বোধন করেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা, দুবরাজপুর পুরপিতা পীযূষ পান্ডে, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সঞ্জয় উপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য, এই ব্যায়ামাগারের ভবনটি স্থানীয় “বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের” টাকায় নির্মিত হয়েছে। অন্যান্য আর্থিক সহযোগিতা দিয়েছে দুবরাজপুর পৌরসভা। অন্যদিকে এই ব্যায়ামাগারের যাবতীয় আধুনিক সরঞ্জাম ক্রয়ের ব্যয়ভার বহন করেছে শিলা রানী মিশ্রের পরিবারবর্গ। এ তথ্য জানিয়েছেন মাদৃক সংঘের সাংস্কৃতিক সম্পাদক অসিত কুমার গড়াই। প্রসঙ্গত বলা যায় এই মাদৃক সংঘ ক্লাব জেলার বুকে অন্যতম প্রাচীন ও নিবন্ধীকৃত ক্লাব।আজ থেকে ৬০ বছর পূর্বে ১৯৬৩ সালে এই মাদৃক সংঘের প্রতিষ্ঠা হয়। সংঘ গুরু নিমাই ওঝা এই ক্লাবের প্রতিষ্ঠাতা। নাটক, খেলাধুলা, দেহসৌষ্ঠব প্রতিযোগিতা এমন বিভিন্ন ক্ষেত্রে মাদৃক সংঘ বহু পুরস্কার অর্জন করেছে। সংগীত চর্চার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে মাদৃক সঙ্গীত একাডেমী। আজ এই মহিলাদের ব্যায়ামাগার পেয়ে খুশি স্থানীয় ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *