সেরা ছাত্র হিসেবে স্বর্ণপদক পেল বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের গোলাপ মির্দ্ধা

শম্ভুনাথ সেনঃ

অভাব-অনটন তাকে আটকাতে পারেনি। মেধা আর অধ্যবসায়ের জোরেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৫৫ টি কলেজের মধ্যে ইংরেজি বিভাগে সর্বোচ্চ ৮৯.৪ শতাংশ নাম্বার পেয়ে বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হিসেবে স্বর্ণপদক পেল বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্র গোলাপ মির্দ্ধা। গত ২৪ ফেব্রুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে তাঁর হাতে “গোপালচন্দ্র মজুমদার স্মৃতি স্বর্ণপদক” ও শংসাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা। উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উল্লেখ্য, গোলাপ মির্দ্ধার বাড়ি বীরভূমের ইলামবাজার ব্লকের পরাণচক গ্রামে। ২০১৯ সালে স্থানীয় শীর্ষা শৈলজাকান্ত হাইস্কুল থেকে ৯০% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে। পরে এবছরই ইংরেজি অনার্স এ ভর্তি হয় হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে। তাঁর এই রেজাল্টে গর্বিত স্কুল কর্তৃপক্ষ ও কৃষ্ণচন্দ্র কলেজ। অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সেরা হওয়া বিরাট কৃতিত্বের, গোলাপ আমাদের গর্ব’। বাবা আম্বিয়া মির্দ্ধা, মা ফরিদা বিবি সহ আনন্দিত গোটা পরিবার ও গ্রামের সকল মানুষ। এই সংবাদ শুনে খুশি জেলাবাসীও। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আর তাঁর অধ্যবসায় গোলাপের এমন রেজাল্ট বলে দাবি করেন তার টিউশন শিক্ষক সিউড়ির ড. রাজদূত মুখোপাধ্যায়। অন্যদিকে কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ অরিন্দম ঘোষ সহ মহানন্দ বর্মন, নইম আক্তার, অনির্বাণ সিনহা প্রমুখ অধ্যাপকদের ক্লাসের পাঠদানই তার সাফল্যের অন্যতম কারণ বলে জানান গোলাপ। এই গোলাপ আপাতত বিএড কলেজে ভর্তি হয়েছেন। জানান ইচ্ছে আছে এমএ, পিএইচডি করার। কিন্তু তাঁর কাছে এখন বেশী গুরুত্বপূর্ণ অভাবী পরিবারের পাশে দাঁড়ানো। টেট পাস করেছে সে। একটা চাকরি পেলে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারবে বলে গোলাপ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *