নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
বীরভূমের উল্লেখযোগ্য সাহিত্য সংস্থা ‘কড়িধ্যা সাহিত্য সংবেদ’ (কসাস)-এর সারাদিন ব্যাপী চতুর্থ বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল গত ২৬ ফেব্রুয়ারি, কড়িধ্যা অর্কদ্যুতি কলেজে। প্রতিভা চ্যাটার্জীর উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হওয়া প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। “সাম্প্রতিক বাংলা কবিতা” শীর্ষক বিষয়ে তাঁর মনোজ্ঞ ভাষণ শ্রোতা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। সংস্থার বার্ষিক মুখপত্র ‘কসাস’ পত্রিকার চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করেন বিনায়ক বাবু। এছাড়াও বক্তব্য রাখেন কবি তপন গোস্বামী, সমাজসেবী অনিল চক্রবর্তী, বীরভূম সাহিত্য পরিষদ সম্পাদক সরোজ কর্মকার, নাট্যব্যক্তিত্ব তাপস দত্ত প্রমুখ। সভাপতিত্ব করেন কবি আগমানন্দ মুখোপাধ্যায়।
দ্বিতীয় পর্বে গান, কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন অপূর্ব দাস, মানবী সরকার, সুপ্রিয়া ঘোষাল, রাজেশ সেন, সুবিমল শর্মা, সুজাতা সাহা, সঞ্জীব চক্রবর্তী, পল্লবী চ্যাটার্জী, অর্পিতা চ্যাটার্জী, কাবেরী দাস, সৌম্যরূপ চট্টোপাধ্যায়, সন্দীপন রায় সহ প্রায় তিরিশ জন লেখক ও শিল্পী। অনুষ্ঠানের পরিকল্পনা, আঙ্গিক ও পরিচালন শৈলী ছিল আকর্ষণীয়। সংস্থার সদস্যদের কর্মতৎপরতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা সমাগত দর্শন মন্ডলীর নজর কাড়ে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংস্কৃতি কর্মী প্রেমানন্দ চট্টোপাধ্যায়। সংস্থার সভাপতি কুনাল কিশোর রায় জানালেন, “নতুন প্রজন্মের লেখকদের উৎসাহ দিতে এবং সাহিত্যের বিকাশ ও সমৃদ্ধিতে ‘কসাস’ ভবিষ্যতে আরও গঠন মূলক কাজ করে যাবে।”