সুজাতা সাহা দাসঃ
জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ দিনটিকে প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর রামন এফেক্ট-এর আবিষ্কারের সম্মানে পালন করা হয়। ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারিতে রামন এই পরিঘটনা আবিষ্কার করেছিলেন। আজ এই উপলক্ষে কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। কোষের গঠন, ভাজক কলা, জেনারেটর গাড়ি, তড়িৎ চুম্বক, এমার্জেন্সিপাখা, ম্যাজিক পটল দিয়ে ভরকেন্দ্রের ধারণা গঠন-বিষয়গুলি ছাত্রছাত্রীরা মডেলের মাধ্যমে তুলে ধরে। ছাত্রছাত্রীরা অপটু ভাবনায় মডেলগুলি প্রদর্শন করলেও ভীষণ আনন্দ উপভোগ করে। প্রতিদিনের গতানুগতিক জীবনের বাইরে একটু অন্যরকম ভাবে তারা কাটায় আজকের দিনটা। প্রদর্শনীর শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। সমগ্র বিষয়টি পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মাননীয় শ্রী সুব্রত ব্যানার্জি মহাশয়।
নয়া প্রজন্মকে এবং সুজাতা ম্যামকেও অনেক অনেক ধন্যবাদ ছাত্রছাত্রীদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সমর্থন জানানোর জন্য ৷