শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট ১নং ব্লকের মাসড়া গ্রাম পঞ্চায়েতের চাঁদনী গ্রামে ১৫০ টি পরিবারের দীর্ঘদিনের জল কষ্ট। প্রশাসনকে বারবার জানানো সত্বেও কাজ হয়নি। তাই গ্রামের ৯০ টি পরিবার নিজেরাই পকেট থেকে চাঁদা তুলে প্রায় ২০০০ ফুট পাইপ ক্রয় করে নিজেদের স্বেচ্ছাশ্রমে পানীয় জলের লাইন বসানোর কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ বহুবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানানোর পরেও এই সমস্যার কোনো সুরাহা মেলেনি। তাই তারা নিজেরাই কাজে নামতে বাধ্য হয়েছেন। গ্রামবাসীরা জানান ভোট এলেই নেতা মন্ত্রীদেরকে দেখা যায় তাদের বাড়ির দরজায়। আর ভোট শেষ হলেই নেতারা উধাও। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন কি-না পরবর্তী বৈঠকেই তা ঠিক হবে বলে তারা জানান। উল্লেখ্য তিন বছর আগেই সাবমারসিবল হয়েছে কিন্তু পাইপ লাইনের অভাবে তাদের জলকষ্ট মেটেনি। এদিকে কাগজে-কলমে সেই কাজ হয়ে গেছে বলে তারা জানতে পেরেছে। তাই তাদের এমন উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।