শম্ভুনাথ সেনঃ
গ্রামে গঞ্জে গরু, ছাগল, হাঁস, মুরগি এমন সব গৃহপালিত প্রাণীদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে নয়া পরিকল্পনা। এবার “মোবাইল ভেটেনারি ইউনিট” পরিষেবার মাধ্যমে প্রাণী পালকদের দোড়গোড়ায় পৌঁছে যাবে প্রাণী চিকিৎসার গাড়ী। ১৯৬২ এই নাম্বারে ফোন করে প্রাণী পালকরা তাদের সমস্যার কথা জানালে তাদের বাড়িতে বসে এবার প্রাণী চিকিৎসার জন্য পরিষেবা পাবেন। সারা রাজ্যের সাথে বীরভূমেও এই পরিষেবা চালু হয়েছে। এই পরিষেবার জন্য বীরভূমের ১৯ টি ব্লকের মধ্যে জেলার ১৩ টি ব্লকে সম্প্রতি দেওয়া হয়েছে এই মোবাইল গাড়ি। ৬ টি ব্লকে এই প্রকল্প আগেই চালু ছিল। এ তথ্য জানিয়েছেন জেলার মুরারই-২ নম্বর ব্লকের প্রাণীসম্পদ উন্নয়ণ আধিকারিক ডাঃ রহমত আলী। গৃহপালিত কোনো প্রাণীর রোগ, অসুখ হলে সেই প্রাণীটিকে ব্লকের প্রাণীসম্পদ কেন্দ্রে নিয়ে যাওয়া বেশ কষ্টকর ছিল। এই পরিষেবা চালু হওয়ার খবরে এখন বেশ খুশি প্রাণী পালকরা।