সেখ রিয়াজুদ্দিনঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় গ্রামীন মানুষদের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে ঘোষিত হয়েছে দুয়ারে ডাক্তার প্রকল্প। উল্লেখ্য ইতিপূর্বে দুয়ারে রেশন, দুয়ারে সরকার কর্মসূচি চালু করে রাজ্য সরকার। এটিও একটি রাজ্য সরকারের অনুরূপ সামাজিক প্রয়াশ বলে আজ শুক্রবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের অধীনস্থ লোকপুর থানার নাকড়াকোন্দা পঞ্চায়েতের নওপাড়া সদভাব মন্ডপ কমিউনিটি হলে দুয়ারে ডাক্তার কর্মসুচী পালন করা হয়। এদিনের কর্মসুচীতে ডাক্তারি পরিষেবা পেতে খয়রাসোল ব্লক এলাকার বহু গ্রামীন মানুষদের ভিড় লক্ষ্য করা যায়। শিবিরে চক্ষু রোগ, শিশুরোগ, ই সি জি, চর্মরোগ, অর্থ, কফ পরীক্ষা, প্রেসার, সুগার সহ নানান রোগের চিকিৎসা পরিষেবা দেন কোলকাতা এন আর এস মেডিক্যাল ও হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। এদিন দুয়ারে ডাক্তার প্রকল্পের শিবির পরিদর্শন করেন বীরভূম জেলাশাসক বিধান রায়, এন আর এস মেডিকেল ও হাসপাতালের ডেপুটি সুপার শর্মিলা মৌলী, বীরভূম জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ হিমাদ্রী আড়ি, খয়রাশোল সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বীশ দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী, খয়রাশোল, দুবরাজপুর ও রাজনগর ব্লকের তিন ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা। এছাড়াও ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী ও আব্দুর রহমান, নাকড়াকোন্দা পঞ্চায়েত প্রধান শম্পা গন, উপপ্রধান সেখ লুৎফর রহমান ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধি ও সমাজসেবীগন। স্থানীয় নওপাড়া গ্রামের যুবকবৃন্দের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সেই সাথে তাদের এদিনের ব্যবস্থাপনা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত ব্যাখ্যা করেন বীরভূম জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ হিমাদ্রী আড়ি।