উত্তম মণ্ডলঃ
প্রতি বছর আমাদের দেশে প্রায় ১৩ লক্ষ মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে। তামাকজাত দ্রব্য সেবন এর একটি অন্যতম কারণ। এছাড়াও তামাকের কুপ্রভাবে গর্ভবতী মা মৃত সন্তান প্রসব করতে পারে। হতে পারে হাঁপানি, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগ। আর তামাকের নেশা কেউ ছাড়তে চাইলে, তাঁকে সিউড়ি জেলা হাসপাতালে ১১ নম্বর ঘরে যেতে হবে মঙ্গল ও শুক্রবার। সেখানে বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে। পাশাপাশি সর্বজনীন স্থানে ধূমপান করাটা যে নিষিদ্ধ, সে বিষয়ে নির্দিষ্ট আইনের কথাও বলা হয়। এ বিষয়ে রাজনগর থানার বাঁন্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আজ আয়োজিত হয় এক আলোচনা সভা। সেখানে ছাত্র-ছাত্রীদের মধ্যে তামাক সেবনের বিভিন্ন কুফল বিষয়ে তাদের সচেতন করা হয়। বিভিন্ন প্রশ্ন-উত্তর ও উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টি উঠে আসে। হাজির ছিলেন সিউড়ি জেলা হাসপাতালের তামাক বিরোধী সেলের দুই আধিকারিক অনির্বাণ ঘোষ ও রামপ্রসাদ ঘোষ।