মহঃ সফিউল আলম
মাস দুয়েক আগে ২ টি অসুস্থ চিল উদ্ধার করা হয়৷ দু মাস নিজের বাড়িতে রেখে চিকিৎসা ও পরিচর্যা করে অবশেষে সুস্থ করে তোলেন বীরভূমের বিশিষ্ট শিক্ষক, পক্ষী ও সর্প বিশারদ, একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত প্রকৃতিপ্রেমী মানুষ দীনবন্ধু বিশ্বাস৷ আজ ১১ এপ্রিল সকালে বন বিভাগের সহযোগিতায় সদ্য সুস্থ হয়ে ওঠা চিল দুটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়ার সুব্যবস্থা করেন তিনি৷ জানা গিয়েছে, দুমাস ধরে অসুস্থ এই দুটি চিলকে নিজের বাড়িতে রেখে নিয়মিত দেখভাল ও চিকিৎসা করে যাচ্ছিলেন দীনবন্ধু বাবু৷ মাছ, মাংস ও ঔষধ খাওয়াচ্ছিলেন চিলগুলিকে৷ ক্রমে ধীরে ধীরে সেগুলি সুস্থ হয়ে ওঠে৷ জেলার কিছু মানুষের বক্তব্য, আমরা লক্ষ্য করছি দীনবন্ধু বাবু প্রায়শ কোথাও না কোথাও খবর পাওয়া মাত্র ছুটে গিয়ে সাপ, পাখি সহ বিভিন্ন বিপন্ন প্রাণী উদ্ধার করে পরে পুনর্বাসনের ব্যবস্থা করে চলেছেন৷ তিনি আমাদের জেলা তথা রাজ্যের গর্ব৷ তাঁর দীর্ঘ সুস্থ জীবন কামনা করছেন শুভাকাঙ্খীরা৷ তাঁর এমন ধারাবাহিক উদ্যোগ ও তৎপরতাকে কুর্নিশ জানান অনেকে৷