
সেখ রিয়াজুদ্দিনঃ
গত ২০১৯ সালে পুলিশের সাথে মারামারির ঘটনায় বীরভূম জেলার কাঁকড়তলা থানার বড়রা গ্রামের সেখ ইসমাইল এর নামে অভিযোগ দায়ের হয় কাঁকরতলা থানায়। পুলিশের খাতায় নাম ছিল দুস্কৃতির। দীর্ঘদিন ধরে ফেরার থাকার পর শনিবার রাতে কাঁকরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর মারফত ফেরার আসামী কে ধরতে সক্ষম হন। সেই সাথে ধৃত আসামীর কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি পাইপ গান উদ্ধার করে পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে বাইরে গিয়ে সেখান থেকে বাড়ি ফেরা মাত্র পুলিশ তার বাড়িতে হানা দিলে কাঁকরতলা পুলিশের জালে ধরা পড়ে। উল্লেখ্য, সেখ ইসমাইল ওরফে সেখ বিউটি একাধিক দুষ্কৃতীমূলক কাজকর্মের সাথে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। রবিবার তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের জামিন খারিজ করে তদন্তের স্বার্থে তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।
