বীরভূমের মহোদরী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের বসন্ত বন্দনা

শম্ভুনাথ সেনঃ

“প্রাক বসন্ত উৎসবে” মেতে উঠল প্রাথমিকের পড়ুয়ারা। নিজেরাই পলাশ ফুলে সাজিয়ে তোলে বিদ্যালয় অঙ্গন। নিজেরাও সেজে উঠে হলুদ শাড়িতে। বীরভূমের লাভপুর ব্লকের শতবর্ষ প্রাচীন এই মহোদরী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা ৪ মার্চ “বসন্ত বন্দনার” আয়োজন করে। শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক এবং শিক্ষানুরাগী মানুষজনদের উপস্থিতিতে এই প্রাক বসন্ত উৎসব এক অন্য মাত্রা পায়। বিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের নৃত্য,গান, আবৃত্তি পরিবেশন উপস্থিত সকলের নজর কাড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দিরা সেন (রুজ), সহ শিক্ষক চন্দন মন্ডল তুলে ধরেন তাদের ছাত্র-ছাত্রীদের বসন্ত উৎসবের উৎসাহ ও উদ্দীপনার কথা। উল্লেখ্য, শতবর্ষ প্রাচীন এই বিদ্যালয়েই একদা ২২ টি গ্রামের ছাত্র-ছাত্রীরা নিয়েছে প্রাথমিক শিক্ষা। ব্রিটিশ শাসনকালে ১৯১০ খ্রীঃ এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। সাংস্কৃতিক পরিমণ্ডলে এগিয়ে চলা এই বিদ্যালয় আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে। বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৫ জন। ৩ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন পাঠদান কাজে নিযুক্ত। এদিন গ্রামেরই হিমাংশু রুজ, তমাল মুখার্জি, সুশীল রুজ দের মতো বিদ্যালয়ের প্রবীণ প্রাক্তনীরা উপস্থিত ছিলেন পড়ুয়াদের আমন্ত্রণে। তাঁরা একদা ৭ দশক আগে প্রাথমিকে পাঠ নিয়েছেন এই বিদ্যালয়েই। তাঁদের সেদিনের স্মৃতি কথা বর্তমান পড়ুয়াদের কাছে তুলে ধরেন এদিনের বসন্ত উৎসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *