শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পুরশহরে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী আশ্রমে আজ ৭ মার্চ শ্রী চৈতন্যদেবের ৫৩৮ তম আবির্ভাব তিথি উৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। সকাল থেকেই পুজাপাঠ, হরিনাম সংকীর্তন, নগর পরিক্রমা, সেই সঙ্গে উপস্থিত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্ডী মহারাজ জানান “আশ্রমের জন্মলগ্ন থেকে দীর্ঘ ১৪ বছর যাবৎ এই আশ্রমে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হচ্ছে। আশ্রমের গুণমুগ্ধ ভক্ত-শিষ্য সহ এতদঞ্চলের বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে আজ। গৌরসুন্দর শ্রী চৈতন্যদেব ও শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর শ্রীচরণে আবির নিবেদনের মাধ্যমে তাঁদের প্রতিকৃতি নিয়ে গোধূলি লগ্নে খোল-করতাল ও নাম সংকীর্তন নিয়ে অনুষ্ঠিত হয় নগর পরিক্রমা।