শম্ভুনাথ সেনঃ
দোল উৎসব উপলক্ষে তন্ত্রক্ষেত্র তারাপীঠে আজ সকাল থেকেই ভক্ত-পুণ্যার্থীর ভিড় জমে। নানা রঙের আবিরে রেঙে ওঠে আজ তারামায়ের চরণ দুখানি! মনস্কামনা পূরণের লক্ষ্যে মায়ের পায়ে আবির দিয়ে দোল উৎসবে মেতে ওঠেন ভক্তরা। দুপুরে এদিন মন্দির চত্বরে সাধু-বৈষ্ণব, ভক্ত শিষ্যরা গ্রহণ করে মায়ের প্রসাদ। তারাপীঠ মহাশ্মশান চত্বরে সকাল থেকেই অনুষ্ঠিত হয় নাম সংকীর্তন, যাগ-যজ্ঞ। দোল উৎসব উপলক্ষে গভীর রাত পর্যন্ত আজ খোলা থাকবে তারাপীঠ মন্দির। যেহেতু আজ শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়নি,তাই বহু পর্যটক সরাসরি এসেছেন তারাপীঠে মায়ের মন্দিরে। একথা জানিয়েছেন “তারামাতা সেবায়েত সংঘের” সভাপতি তারাময় মুখোপাধ্যায়। রাতে প্রচুর ভক্ত সমাগম হবে বলেও তিনি জানান।দোল উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।