দীপককুমার দাসঃ
বেশ কিছুদিন টানাপোড়েনের পর অবশেষে কোর্ট থেকে অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যাবার অনুমতি পায় ইডি। গতকাল সকালে আসানসোল জেল থেকে অনুব্রত মন্ডলকে কলকাতায় মেডিক্যাল চেকআপ করার পর ইডির হাতে তুলে দেওয়া হয়। দোলের দিন সন্ধ্যা ছয়টা পয়তাল্লিশে অনুব্রত মণ্ডলকে বিমানে চাপিয়ে দিল্লি রওনা হয় ইডি। রাতেই বিচারকের কাছে সশরীরে অনুব্রত মণ্ডলকে হাজির করানোর পর তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আর এই খবর আসতেই বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল বের করে। হোলির দিন বুধবার বিকেলে সিউড়ির দলীয় কার্যালয় থেকে ঢাক বাজিয়ে মিছিল বের করে বিজেপি সর্মর্থকরা। মিছিলটি রাধাবল্লভ মন্দির, দত্ত পুকুর, মসজিদ মোড়, ষষ্ঠীতলা, চৈতালী মোড় হয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়। এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, বিধায়ক তথা যুবমোর্চার সহ সভাপতি অনুপ সাহা। এছাড়াও এই মিছিলের পুরোভাগে ছিলেন শহর সভাপতি সুনয়ন ভান্ডারী, সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গঁড়াই, স্বপন দাস, অরুণাভ মুখার্জী প্রমুখ নেতৃবৃন্দ। অনুব্রত মণ্ডল বিভিন্ন সময়ে বিরোধীদের চড়াম চড়াম ঢাক বাজানোর, কখনো গুড় বাতাসা বিলির নিদান দেন। আজ হোলির দিন অনুব্রত মণ্ডলের দিল্লিতে ইডি হেফাজত হতেই বিজেপির কর্মী সর্মথকরা প্রায় কুড়ি বাইশটি ঢাক বাজিয়ে, গুড় বাতাসা বিলি করে ও গেরুয়া আবির খেলে উচ্ছ্বাস প্রকাশ করে।