সেখ রিয়াজুদ্দিনঃ
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটির স্মরণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ ভাবে উদযাপিত হয়। সেইরূপ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী এবং বীরভূম ডিস্ট্রিক্ট ওমেন স্পোর্টস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিনটি ক্রীড়া কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। চারটি মহিলা ফুটবল দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলার সূচনা লগ্নে দেশের জন্য যে সমস্ত মহিলা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয় পুষ্পস্তবক দিয়ে। চারটি ফুটবল দলের মধ্যে প্রীতিলতা একাডেমী কয়থা চ্যাম্পিয়ন এবং মাদার টেরেজা একাডেমি নলহাটি রানার্স এর শিরোপা অর্জন করে । উভয়দলের হাতে ট্রফি জার্সি সহ খেলার অন্যান্য সরঞ্জাম তুলে দেওয়া হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও এই অনুষ্ঠানে এলাকার গুণীজন সম্পন্ন মহিলাদের সম্মান জানানো হয় উক্ত সংগঠনের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাঁতার সুপর্ণা মাল, কয়থা হাইস্কুলের ক্রীড়া শিক্ষক স্বপন লেট, পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা কমিটির সম্পাদক বদরুদ্দোজা সেখ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।