শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর, দৌলতপুর, হালসোত, রূপশিমূল সন্নিহিত কামালপুর গ্রামের মানুষজন আতঙ্কিত। ক্ষ্যাপা হনুমানের আক্রমনের ভয়ে বন্ধ রয়েছে স্থানীয় পণ্ডিতপুর প্রাইমারি স্কুল। বিদ্যালয়ের শিক্ষক অরিন্দম চ্যাটার্জি জানিয়েছেন গ্রামবাসীদের অনুরোধেই স্কুল বন্ধ রাখতে হয়েছে। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান। বন্ধ অঙ্গনওড়ারি কেন্দ্রও। শিশুদের কেন্দ্রে পাঠাতে সাহস পায়নি অভিভাবকরা, পার্শ্ববর্তী রূপশিমুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র খুললেও ভয়ে কোনো পড়ুয়া স্কুলে আসেনি। গত তিন দিন ধরে হনুমানের আক্রমনে জখম অন্তত ১২ জন। গ্রামের মানুষের আবেদন ক্রমে বনদপ্তরের কর্মীরা দুদিন ধরে এই গ্রামগুলিতে টহল দিচ্ছেন। ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে হনুমানটিকে বাগে আনার চেষ্টা করলেও আজ ৯ মার্চ পর্যন্ত ব্যর্থ। লাঠি হাতে গ্রাম পাহাড়া দিচ্ছে গ্রামবাসীরা। ভয়ে অনেকেই ঘরবন্দী। ইতিমধ্যে আক্রান্তদের বেশ ক’জন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। একজনকে বর্ধমানেও স্থানান্তরিত করা হয় বলে বনদপ্তর সূত্রে খবর।