শম্ভুনাথ সেনঃ
“একটি মানুষের চরিত্র,জীবন কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার উপর”! নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পুলিশের চাকরি করতে এসে অসহায় মায়েদের কথা ভেবে বীরভূমের সিউড়ি সংলগ্ন কড়িধ্যা শালবুনি আদিবাসী পাড়ায় গড়ে তুলেছেন একটি বৃদ্ধাশ্রম। অসহায়,সম্বলহীন মায়েদের জন্য এই বৃদ্ধাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা তার নাম ছবিলা খাতুন। সিউড়ি সাইবার ক্রাইম থানায় লেডি কনস্টেবল পদে তিনি কর্মরত। গত ২ অক্টোবর, ২০২২ এই বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন বীরভূমের তৎকালীন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। ছবিলা জানিয়েছেন ছোটবেলা থেকেই অসহায় মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। পুলিশের চাকরি করতে এসে সে দেখেছে সহায়-সম্বলহীন নারীদের দুর্দশা। সেই ভাবনা থেকেই তার স্বপ্নের গাড়ি বিক্রি করে “স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম” নামে তিনি এই প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। দুটি রুমে ২৫ সিটের এই বৃদ্ধাশ্রমে আগেই জায়গা পেয়েছেন ১০ জন অসহায় মা। সম্পূর্ন বিনাখরচে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবসে এই বৃদ্ধাশ্রমে আরো ১২ জন অসহায় মায়েদের দায়িত্ব গ্রহণ করা হয়। একথা জানিয়েছেন বৃদ্ধাশ্রমের কর্ণধার ছবিলা খাতুন।সেই সঙ্গে অনুষ্ঠিত হয় নারী দিবসের অনুষ্ঠান। স্থানীয় কৃতি ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক সম্মাননা।