তিনদিনের চিত্র প্রদর্শনী প্যাটেলনগরে

দীপককুমার দাসঃ

দোলের দিন থেকে আঁকন বাঁকন শিল্প শিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মহঃবাজারের প্যাটেলনগরের গার্লস হোষ্টেলের নতুন ভবনে শুরু হয়েছিল তিনদিনের চিত্র প্রদর্শনী। বিভিন্ন বয়সের ১২জন শিল্পীর ১৩০টি ছবি নিয়ে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার ছিল এই চিত্র প্রদর্শনীর শেষ দিন। প্যাটেলনগরের মতো মফঃস্বল এলাকায় এই ধরনের উদ্যোগ আঁকন বাঁকন শিল্প শিক্ষণ কেন্দ্রের হাত ধরেই। এই সংস্থার উদ্যোগে এবারের এই চিত্র প্রদর্শনীর দ্বিতীয় বর্ষ। ২০০০সালে চিত্র প্রদর্শনী হবার পর কোভিড পরিস্থিতির কারণে বিগত দুবছর এই প্রর্দশনী করা যায়নি বলে জানান এই সংস্থার প্রধান সুবীর রায়। শিল্পীদের মনের ক্যানভাসে যে ছবি ফুটে উঠছে সেই ছবি এঁকেছে প্রতিভাবান শিল্পীরা। প্রতিভার বিকাশ ও উঠতি চিত্র শিল্পীদের উৎসাহ দিতেই এই ধরনের উদ্যোগ।এই চিত্র প্রদর্শনীর নাম দেওয়া হয়েছিল-আঁকন বাঁকন ছবির মেলা। এই ছবির মেলায় তিনদিন ধরে বহু মানুষ ভিড় করেন প্যাটেলনগরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *