
সেখ রিয়াজুদ্দিনঃ
রাজ্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষা কর্মীদের যুক্ত মঞ্চের ডাকে তাদের বেশ কিছু দাবির পরিপ্রেক্ষিতে ১০ মার্চ রাজ্যব্যাপী ধর্মঘটে ডাক দেওয়া হয়। রাজ্য সরকার ধর্মঘটের বিরোধিতায় বিজ্ঞপ্তি জারি করলেও সেই জারিকে উপেক্ষা করে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি, রামপুরহাট,বোলপুর তিনটি মহকুমা এলাকায় ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল পথ সভার চিত্র ধরা পড়ে। যুক্ত মঞ্চের দাবি সমূহের মধ্যে ছিল বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, স্বচ্ছ পদ্ধতিতে সমস্ত শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে,গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা সহ অন্যান্য দাবিতেই আজকের ধর্মঘট বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানা যায়। এদিন জেলা সদর সিউড়িতে জেলাশাসকের দপ্তরের গেটের সামনে বিভিন্ন বিভাগের কর্মচারীরা জমায়েত হতে থাকেন এবং শ্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন ও ধর্মঘটে সামিল হতে আহ্বান জানান। এরপর বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে সুসজ্জিত মিছিল সমগ্র সিউড়ি শহর এলাকা পরিক্রমা করে। ধর্মঘট ঘিরে কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রেক্ষিতে জেলা পুলিশ ছিল সদা সতর্ক এবং বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। বোলপুর ও রামপুরহাট মহকুমা এলাকায়ও অনুরূপ বিক্ষোভ মিছিল বের হয় যৌথ মঞ্চের পক্ষ থেকে। ধর্মঘটের সমর্থনে এদিন রামপুরহাট শহরে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

