সন্তোষ পালঃ
ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিটি সার্ভিস সেন্টার বা ডি আর সি এস সির উদ্যোগে আজ দুবরাজপুর ব্লকের পারুলিয়া পঞ্চায়েত প্রাঙ্গণে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার দায়িত্বে থাকা জারিফ হোসেন খান ,মিলি দত্ত ,প্রশান্ত দাস,আস্তিক গড়াই।অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন মন্ডল, পারুলিয়া পঞ্চায়েতের প্রধান সান্ত্বনা মন্ডল। গোয়ালিয়ারা ,পারুলিয়া, এল এন পুর এবং চিনপাই অঞ্চলের সদস্যরাও উপস্থিত ছিলেন। অতিথিগণ আন্তর্জাতিক নারী দিবসে তাৎপর্য ব্যাখ্যা করেন। কথায়, কবিতায় ,আদিবাসী নৃত্যে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। উল্লেখ্য টেকসই প্রকল্প , জার্মানির বি এম জেড এবং বাংলাদেশ নেট জেড এর আর্থিক সহযোগিতায় এলাকার উন্নয়নের জন্য নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং আগামী দিনেও আরো নতুন প্রকল্প হাতে নেওয়া নেওয়া হবে বলে জানা যায়।৮ই মার্চ দোল উৎসব থাকায় আজ অনুষ্ঠানটি পালিত হলো বলে জানান সংস্থার সদস্যরা।