শম্ভুনাথ সেনঃ
ফের প্রচুর পরিমানে তাজা বোমা উদ্ধার হলো বীরভূমে। আজ ১৩ মার্চ সকালে বীরভূমের তারাপীঠ থানার খামেড্ডা গ্রাম থেকে চারটি প্লাস্টিকের বালতি ভর্তি বোমা উদ্ধার করে তারাপীঠ থানার পুলিশ। খামেড্ডা-ঈশিরা গ্রাম যাওয়ার রাস্তার মাঠের মধ্যে একটি পুকুর পাড়ে ঝোপের আড়ালে লুকিয়ে রাখা ছিল বোমা ভর্তি বালতিগুলি। আজ সকালে মাঠে চাষের কাজ করতে যাওয়ার সময় বোমাগুলি দেখতে পান কৃষকেরা। তারা পুলিশে খবর দিলে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়ার্ডে। এদিকে বোমা উদ্ধারের পাশাপাশি প্রচুর পরিমানে বোমা তৈরির মসলা ও বারুদ উদ্ধার করল রামপুরহাট থানার পুলিশ। নাকা চেকিং করার সময় প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার সহ দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার গভীর রাতে রামপুরহাট-দুমকা রাস্তার রামপুরহাটের ঝনঝনিয়া মোড়ের কাছে পুলিশের নাকা চেকিং এ তাদের ধরা হয়। ধৃতদের নাম সাহিল শেখ ও শেরিফ শেখ—তাদের বাড়ি বীরভূমের মাড়গ্রামে। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে প্রায় ৫ কেজি বোমা তৈরির মসলা। ধৃতদের আজ রামপুরহাট আদালতে তোলা হয়।