সেখ রিয়াজুদ্দিনঃ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল গুলি মাঠে ময়দানে অবতীর্ণ, তথা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঘর গোছানোর কাজে ব্যতিব্যস্ত। সেইরূপ সাংগঠনিক ফাঁকফোকর মারতে এবং বুথ লেভেল স্তরে কোথায় কি ঘাটতি বা সমস্যা রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে আলোচনা সভার আয়োজন করা হয় আম আদমি পার্টির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে। রবিবার জেলা সদর সিউড়ি শিক্ষক ভবনে আয়োজিত হয় জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে আগত দলীয় প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা। এদিন সামগ্রিক জেলার সাংগঠনিক আলোচনার পাশাপাশি বিশেষ ভাবে গুরুত্ব সহকারে নলহাটি বিধানসভা কেন্দ্র এলাকার সাংগঠনিক ও রণকৌশল ঠিক করার লক্ষ্যে সংগঠনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করা হয় বলে দলীয় সূত্রে খবর। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন আম আদমি পার্টির জেলা অধ্যক্ষ বিশ্বজিৎ মৈত্র, আইটি ইনচার্জ প্রনব গড়াই, এসসি এসটি উইন ইনচার্জ সৌরভ দাস মুচি, ডিস্ট্রিক্ট মিডিয়া কো-অরডিনেটর ফজল খান সহ অন্যান্য নেতৃত্ব।