শম্ভুনাথ সেনঃ
গরম পড়তেই বীরভূমের মুরারই এলাকায় পানীয় জলের সংকট বাড়ে। মুরারই এক নম্বর ব্লকের মোহরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গ্রামে জল সংকট দেখা দিয়েছে। বিশেষ করে তিওরপাড়া, রামনগর গ্রামের ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার ফলে সাবমারসিবল পাম্পগুলোতে জল উঠছে না। যার জন্যে গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। মা ও মেয়েরা অন্য গ্রাম থেকে জল নিয়ে এসে জলের চাহিদা পূরণ করছে। জল জীবন মিশন প্রকল্পের টেন্ডার হলেও কন্ট্রাকটার কাজ শুরু করেনি বলে এলাকার মানুষের অভিযোগ।