সেখ রিয়াজুদ্দিনঃ
খয়রাশোল ব্লকের কৃষকরা বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত। আগামীদিনে যাতে কৃষকরা সমস্ত রকমের কৃষি সংক্রান্ত সুযোগ-সুবিধা পায় তার জন্য খয়রাসোল ব্লক সহ কৃষি অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করতে ভারতীয় জনতা কিষান মোর্চার পক্ষ থেকে ১০ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় সোমবার। এদিন খয়রাসোল গোষ্ঠ ডাঙাল মাঠ থেকে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল সহযোগে খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরের সামনে জমায়েত হয়। সেখানে বিভিন্ন দাবি গুলি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। এদিন দাবি সমূহের মধ্যে ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধুর সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। শস্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোর নির্মাণ। কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে ক্রয়ের ব্যবস্থা গ্রহণ। নদী থেকে বালি উত্তোলনের ফলে কৃষি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে তার ব্যবস্থা গ্রহণ। কয়লা ডাস্ট এর ফলে কৃষি জমি নষ্ট হচ্ছে তার ব্যবস্থা গ্রহণ সহ মোট ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় খয়রাসোল ব্লক সহ কৃষি অধিকর্তার কাছে।ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কৃষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং সাধারণ সম্পাদক অরূপ পূলক চৌধুরী, কৃষান মোর্চার জেলা সভাপতি বাবন ঘোষ, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী,শ্যাম সুন্দর গড়াই, সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ, বিধানসভার কনভেনার সুকমার নন্দী, ব্লক কনভেনর মন্তিরাম ঘোষ, কো কনভেনর প্রদীপ রুই দাস প্রমুখ নেতৃত্ব।