শম্ভুনাথ সেনঃ
আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারই জীবনের বড় এবং বোর্ডের পরীক্ষায় তারা প্রথম বসছে। কেননা করোনার কারণে সরকারি নিষেধাজ্ঞায় ২০২১-এ মাধ্যমিক পরীক্ষা তাদের দিতে হয়নি। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বীরভূমে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩,২০৩ জন। যাদের মধ্যে ১৩,৯৩০ জন ছাত্র এবং ১৯,২৭৩ জন ছাত্রী। ছাত্রীর সংখ্যা এবার ছাত্র সংখ্যার তুলনায় অনেক বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বীরভূমে এবার ৩৪ টি মেন ভেনু এবং ৬৫ টি সাব ভেনু থাকছে। ৯৯ টি কেন্দ্রে এবার পরীক্ষা গ্রহণ করা হবে। যে সকল কেন্দ্রগুলির স্পর্শকাতর সেই সকল কেন্দ্রে মেটাল ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরা সহ থাকছে বিভিন্ন ব্যবস্থা। এছাড়াও স্বাস্থ্যের কথা মাথায় রেখে থাকছে মেডিকেল টিম। যে সকল এলাকায় বন্যপ্রাণীদের ভয় রয়েছে সেসব জায়গায় আলাদা করে ব্যবস্থা রাখছে প্রশাসন। পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে বলে গতকালই জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক চন্দ্রশেখর জাউলিয়া। আজ ১৪ মার্চ পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়েই পৌঁছে যায় তাদের পরীক্ষা কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে প্রশাসনিক কড়া নিরাপত্তা। দুবরাজপুর ব্লকের তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে পরীক্ষা কেন্দ্রের সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের পাতায়।