
শম্ভুনাথ সেনঃ
নদী বাঁচানোর আন্দোলনে বীরভূমের “কুশকর্ণী নদী সমাজ” দৃষ্টান্ত রেখেছে। এই সংস্থার আমন্ত্রনে ১৪-১৫ মার্চ, ২০২৩ বীরভূমের রাজনগরে এসেছেন ভারত সফররত দক্ষিন আফ্রিকার পরিবেশকর্মী, সৃষ্টিতত্ত্ব, নৃতাত্বিক গবেষক রুটেন্ডো নাগারা (Rutendo Ngara)। যিনি পৃথিবীজুড়ে আদিম জনজাতিদের জন্য কাজ করেন অনিবার্যভাবেই। এই ব্যক্তিত্ব আজ ঝাড়খন্ড সীমান্ত বীরভূমের রাজনগরে গাংমুড়ি জয়পুর অঞ্চলের বাগানপাড়াতে সাঁওতাল উপজাতিদের “বাহা পরবে” অংশ নেন। তাদের “জাহের থান” সাজানো হয়েছে শাল-পলাশ ফুলে। সেখানেই চলে আদিবাসী নৃত্য, আলাপচারিতা এবং পঙতি ভোজন। বিদেশিনী রুটেন্ডো নাগারা সারাদিন কাটান এইসব সরল, সাধারণ, সাঁওতাল উপজাতি ভুক্ত মানুষজনদের সঙ্গে। তিনি অনুষ্ঠানে এসে তাঁর অনুভূতির কথা জানান, তাঁর নিজের ভাষা ইংরেজিতেই। আগামীকাল ১৫ মার্চ “কুশকর্ণী নদী সমাজ”সংস্থার সদস্যদের সংগে বসবেন আলোচনায়। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হবেন এই বিদেশিনী। Rutendo Ngara কে স্বাগত জানিয়েছেন বীরভূমের আদিবাসী সমাজ।