পুলিশের পদক্ষেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রবেশ করে পরীক্ষা কেন্দ্রে

সেখ রিয়াজুদ্দিনঃ

উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার্থী হতাশ, স্কুলের গেটে ঢুকতে গিয়ে দেখে এ্যাডমিট কার্ডটি ব্যাগের মধ্যে নেই। বাড়িতে ভূলবশত রয়ে গেছে। এনিয়ে ছাত্রটি দুশ্চিন্তার কবলে পড়ে। ডিউটিরত কাঁকরতলা থানার পুলিশের কাছে খবর পৌঁছতেই তড়িঘড়ি স্থানীয় থানার এএসআই আত্মারাম ঘোষ এ্যাডমিট না আনা ছাত্রটিকে মোটরবাইকে চড়িয়ে তার ঢলকুমড়ো বাড়িতে গিয়ে এ্যাডমিট সহ ছাত্রটিকে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। যানা যায় ছাত্রটি স্থানীয় থানা এলাকার বাবুইজোড় হাইস্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তার বড়রা হাইস্কুলে সেন্টার পড়ে। পরীক্ষার্থীর নাম রাজেশ হাঁসদা। ছাত্রজীবনে দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। একটু বিলম্বিত হয়ে গেলে হয়তো আজকে তার আর পরীক্ষা দেওয়া হতো না। কিন্তু ঠিক সেই মুহুর্তে কাঁকরতলা থানার পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করে নেওয়ায় পরীক্ষার্থীর আর কোন দিকে অসুবিধার সম্মুখীন হতে হয়নি। কাঁকরতলা থানার পুলিশের এহেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় অভিভাবক সহ এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *