শম্ভুনাথ সেনঃ
ছাত্র-ছাত্রীদের মধ্যে অতিরিক্ত পুষ্টির যোগান দিতে “Gift Milk” প্রকল্পের সূচনা হয়েছে বীরভূমে। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের (NDDB) উদ্যোগে, NSPCL Durgapur এর সহযোগিতায় জেলার বোলপুর ব্লকের অন্তর্ভুক্ত চারটি স্কুলে চালু হলো এই প্রকল্প। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক ছাত্র-ছাত্রীদের 200 ml এর Milk shake নামে এক প্রোটিন সমৃদ্ধ দুধ প্রার্থনা সভার পরেই পড়ুয়াদের হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। “বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের সেই ছবি ধরা পড়ছে বীরভূমের সেরা সাপ্তাহিকি নয়াপ্রজন্মের পাতায়। দুগ্ধ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিহির রায়, বিশিষ্ট সমাজকর্মী পুস্পেন্দু রায় সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান এই প্রকল্পের ফলে পিছিয়ে পড়া গরীব পরিবারের ছাত্র-ছাত্রীদের পুষ্টির অভাব অনেকটা দূর হবে। ছাত্র-ছাত্রীরা প্রত্যেকে প্রোটিন সমৃদ্ধ এই সুস্বাদু দুগ্ধ পান করে খুব উল্লসিত ও আনন্দিত।