শম্ভুনাথ সেনঃ
কৃষি নির্ভর বীরভূম। জেলার ৭০ শতাংশ মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল। তবে বীরভূমে মূলত ধান চাষই প্রধান। তা ছাড়াও বেশ কয়েকটি ব্লকে সবজি ও ডাল জাতীয় দানা শষ্যের চাষ হয়। আজ ১৫ মার্চ মুরারই ১ নম্বর ব্লকের কৃষি বিভাগের উদ্যোগে স্থানীয় চাষীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। কম খরচে এবং স্বল্প জলে কিভাবে লাভজনক ভাবে গ্রীষ্মকালীন ডাল শস্য সহ তিল চাষ করা যায়, এদিন এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। উপস্থিত ছিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার সহ কৃষি বিভাগের বিভিন্ন আধিকারিক ও প্রশিক্ষকরা। অনুপমবাবু জানিয়েছেন গ্রীষ্মকালীন ডাল শস্য চাষ, সেই সঙ্গে এখনো পর্যন্ত যে সমস্ত চাষীরা আলু সংরক্ষণ করতে পারেননি সেইসব চাষীদের এদিন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দিশা দেন তিনি। এই প্রশিক্ষণ পেয়ে স্থানীয় কৃষকরা বেশ খুশি ব্যক্ত করেন।
ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই, বীরভূম