
সেখ রিয়াজুদ্দিনঃ

আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল গুলি। পিছিয়ে নেই বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের ব্লক ও জেলা নেতৃত্ব। সেই লক্ষ্যে রবিবার ১৯ মার্চ বীরভূম জেলার নলহাটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এলাকার প্রতিটি বুথের বুথ সভাপতিদের নিয়ে নলহাটিতে অনুষ্ঠিত হয় কর্মীসভা। আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এলাকার পরিবেশ পরিস্থিতি বিষয়ক আলোচনা এবং জাতীয় কংগ্রেসের প্রতীকে কোথায় কোথায় প্রার্থী দেওয়া যেতে পারে। তাছাড়া প্রার্থী চিহ্নিত করণ সহ পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন রণকৌশলের ব্যাপারে সভায় আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। পাশাপাশি এদিন রাজ্য সরকার তথা শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ তুলে নলহাটি শহর এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে আবাস যোজনা,গরু পাচার, চাকরি চুরি, কয়লা-বালি চুরি ইত্যাদি চুরি ও দূর্নীতির অভিযোগ তুলে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।এদিনের কর্মীসভা ও বিক্ষোভ মিছিল প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি তথা হাসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ, জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ, নলহাটি ব্লক কংগ্রেস সভাপতি সাদ্দাম দেওয়ান, নলহাটি শহর কংগ্রেস সভাপতি রাজেস শেখ, নলহাটি বিধানসভার যুব কংগ্রেস সভাপতি সুভাষ রবিদাস প্রমুখ নেতৃত্ব।