দীপককুমার দাসঃ
ডিম দিয়েই হয় পুজো। অন্যান্য ফলমূল থাকলেও এই পুজোতে দিতেই হবে ডিম। আর রোগ সারলে মানত করা ডিমের দ্বিগুণ সংখ্যক ডিম অর্পণ করতে গোরক্ষনাথকে। আর এতেই তুষ্ট হন গোরক্ষনাথ। বীরভূমের মহঃ বাজার থানার পুরাতন গ্রাম পঞ্চায়েতের উসকো গ্রামে আজ মঙ্গলবার প্রতি বছরের মতো এবারও পূজিত হলেন গোরক্ষনাথ। আর গোরক্ষনাথের পুজো দিলেন ডিম অর্পণ করে বহু মানুষ। প্রতি বছর চৈত্র মাসের অমাবস্যার দিন এই পুজো হয়। এখানে বিগ্রহ বলতে মাটি থেকে ফুট দুয়েক উঁচু করে থাকা একটি গাছের গুঁড়ি। পুরাতনগ্রাম পঞ্চায়েতের উসকো গ্রামের পাশে থাকা দ্বারকা নদীর তীরে এই পুজো হয়। চর্মরোগ নিরাময়ে ডিম মানত করেন ভক্তরা। আর সাধারনের কাছে এই গোরক্ষনাথের পুজো বারুণী পুজো নামে প্রচলিত। প্রতিবছরের মতো এবারও চৈত্র মাসের অমাবস্যা তিথিতে এই বারুণী পুজো সম্পন্ন হলো। প্রচুর মানুষের সমাগম হয়েছিল দ্বারকা নদীর তীরবর্তী বারুণী তলায়। ভক্তরা কেউ ডিম, আবার কেউ কেউ ফলের সঙ্গে ডিম অর্পণ করলেন গোরক্ষনাথ কে। এই উপলক্ষে বসেছিল একদিনের গ্রামীণ মেলাও।