শহীদ ভগৎ সিং এর আত্ম বলিদান দিবসে রক্তদান শিবির

শম্ভুনাথ সেনঃ

২৩ মার্চ মনে করিয়ে দেয় ভগৎ সিং এর আত্ম বলিদান এর কথা। ১৯৩১ সালের এই ২৩ মার্চ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক মহান মুক্তিযোদ্ধা বিপ্লবী ভগৎ সিং কে ফাঁসিতে ঝোলানো হয়। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৩ বছর। অগ্নিযুগের সেই শহীদ বিপ্লবী ভগৎ সিং এর আত্মবলিদান দিবসটি আজ শ্রদ্ধার সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয়। বীরভূম জেলা জুড়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) ও ভারতের ছাত্র ফেডারেশন (SFI) তাদের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করে। জেলা সদর সিউড়িতে ভগৎ সিং পার্কে বিপ্লবীর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে SFI,DYFI এর সদস্যরা শ্রদ্ধা জানান। অন্যদিকে সাঁইথিয়া বঙ্গবাসী লজে লোকাল কমিটির উদ্যোগে এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বীরভূম জেলা কমিটির সভাপতি তাপস বাগদী, রাজ্য কমিটির সদস্য মৌসুমি কোনাই, জেলা সম্পাদক মন্ডলী সদস্য রুদ্রদেব বর্মন সাঁইথিয়া লোকাল কমিটির সম্পাদক অমিত বসাক প্রমুখ। এদিন সংগঠনের ২০ জন সদস্য শহীদ স্মরণে স্বেচ্ছায় রক্তদান করেন। তাছাড়া এদিন দুবরাজপুর ব্লকে সংগঠনের সদস্যদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় আগামী ২৮ মার্চ বীরভূম জেলা সমাহর্তাকে নানান দাবিতে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বীরভূম জেলা কমিটির সম্পাদক আকবর আলী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুপ্রিয় ভট্টাচার্য্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *