সাঁইথিয়ায় এখন বাসস্ট্যান্ড নদির বালিতে

বিজয়কুমার দাসঃ

সাঁইথিয়ার নতুন ব্রিজ মেরামতের নোটিশ ঝুলেছে কয়েক মাস হল। তবে কাজ এগোচ্ছে ঢিমেতালে। সাঁইথিয়া বাসস্ট্যান্ড থেকে বহরমপুর, কোটাসুর, ময়ূরেশ্বর, লোকপাড়া, রামপুরহাট এবং মহম্মদবাজার ও মাসাঞ্জোরগামী বাসগুলি যাতায়াত করত নতুন ব্রিজের ওপর দিয়ে। কিন্তু নতুন ব্রিজে বড় গাড়ি যাতায়াতের নিষেধাজ্ঞা বহাল থাকায় বাসগুলি রেলব্রিজ হয়ে ময়ূরাক্ষী নদির ওপরের সাবওয়ে ধরে তালতলার মোড়ে উঠে গন্তব্যের দিকে যাচ্ছে। তারপর বাসগুলি গন্তব্য থেকে ফিরে ময়ুরাক্ষীর বালির ওপরেই এসে দাঁড়াচ্ছে এবং সেখান থেকেই যাতায়াত করছে। অর্থাৎ অস্থায়ী বাসস্ট্যান্ড এখন সাবওয়ের পাশে নদির বালিতে। সেখানে না আছে কোন যাত্রী ছাউনি, না আছে বাস দাঁড়ানোর উপযুক্ত জায়গা। সন্ধ্যের পর পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই। ময়ূরাক্ষী নদির ওপরে সাবওয়ের অবস্থাও ভাল নয়। এখানে যাত্রীদের পানীয় জল সহ অন্যান্য কোন কিছুরই সুযোগ সুবিধা নেই। সম্প্রতি কয়েক দিনের বৃষ্টিতে যাত্রীরা এবং বাসকর্মীরা ছাউনির অভাবে বৃষ্টিতে ভিজতে বাধ্য হয়েছে। বাসকর্মীরা বিরক্ত হলেও নিরুপায়। রেলব্রিজ এমনেই যানজটে অস্থির থাকে। সেই রাস্তা দিয়ে বাসগুলি যাতায়াতে যানজটেরও শিকার হচ্ছে। অন্যদিকে নতুন ব্রিজ মেরামত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা চলবে। সামনে বৃষ্টির মরশুম। মাসাঞ্জোর থেকে জল ছেড়ে দিলে তো বিপদের আশঙ্কা থেকেই যায়। এক বাসকর্মী রসিকতা করে বললেন, আমাদের এখন নদির ধারে বাস, ভাবনা কয়েক মাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *