
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার সুভাষ ব্যায়ামগার ক্লাবের আয়োজন ও ব্যবস্থাপনায় এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আজ ২৫ মার্চ ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে এক চিকিৎসা পরিষেবা শিবির অনুষ্ঠিত হয়। আর্থিক কারণে চেন্নাই বা ব্যাঙ্গালোরে গিয়ে অনেকেরই চিকিৎসা করানো সম্ভব হয় না। সেইজন্য চেন্নাইয়ের ডাক্তারবাবুদের নিয়ে এসে এই এলাকার মানুষকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে আজকের এই চিকিৎসা পরিষেবার আয়োজন বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি সুদীপ ব্যানার্জি। আজ সারাদিন ধরেই এলাকার অন্তত ৫০০ জন মানুষ সব ধরনের চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন চেন্নাই থেকে আগত অর্থপেডিক চিকিৎসক ডাঃ গুরুস্বামী, ডাঃ মুরুলী এস.এম, সেইসঙ্গে স্থানীয় চিকিৎসক ডঃ হুমায়ুন কবীর, ডাঃ বিশ্বনাথ আচার্য, ডাঃ পিয়া ব্যানার্জি প্রমুখ। এদিন উদ্যোক্তাদের ব্যবস্থাপনা এবং চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেয়ে কৃতজ্ঞতা জানান অনেকেই ।