
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই থানার ডুরিয়া গ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। অন্য আরেকজনকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ২৬ মার্চ বেলা ১১ টা নাগাদ ওই তিন বাইক আরোহী মুরারই থেকে নলহাটির দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় ডুরিয়া ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইলেকট্রিক পোলে এবং পরে ট্যাপ কলে ধাক্কা মারে। স্থানীয় মানুষের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ঐ তিন জনকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে পাঠানো হয়। সেখানেই দুজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। মৃত দুই যুবকের নাম নাসিম শেখ ও বিক্রম মাল। অন্য আরেকজন মুজিবুল মমিন এখনো চিকিৎসাধীন। এদের সকলের বাড়ি মুরারই থানার ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ধনঞ্জয়পুর।