দীপককুমার দাসঃ
মহম্মদবাজার ব্লকের চরিচা জঙ্গলে গ্রামবাসীদের দেওয়া ফল, শাক সবজি খেয়ে বড় হচ্ছে মাতৃহারা বানর শাবক। মহঃ বাজার থানার চরিচা পঞ্চায়েতের চরিচা জঙ্গলের একটি গাছ প্রায় চার মাস ধরে ঐ বাঁদর ছানার ঠিকানা। পৌষ মাসে মাতৃহারা হয়ে খুব মনমরা হয়ে পড়েছিল সে। চরিচা জঙ্গলে ঐ গাছে এসে চুপচাপ বসে থাকত অবসাদে। খাবার না খেয়ে খেয়ে প্রায় মরণাপন্ন দশা হয়েছিল। আর বাঁদরটির ঐ অবস্থা দেখে এগিয়ে আসে এলাকার ও পাশ্ববর্তী এলাকার মানুষ। কেউ গাছে টাঙিয়ে দেন ঝুড়ি, কেউ গাছেই জলের বোতল ঝুলিয়ে দেন যাতে বাঁদরটি ক্ষুধা তৃষ্ণা মেটাতে পারে। কেউ ঐ ঝুড়িতে দিয়ে যান আপেল, আঙুর, কলা। আবার কেউ দেন আলু, গাজর, পটল, বেগুন, শশা সহ নানা ধরনের শাকসবজি। আর তা খেতে খেতে এখন বা্ঁদরটি এখন অনেকটাই সুস্থ। প্রায় চার মাস ধরে এলাকাবাসীর আদর যত্নে বাঁদরটি বেশ বড় হয়েছে। গ্রামবাসীদের কাছে বাঁদরটি আপনজন হয়ে উঠেছে। প্রায় চার মাস হয়ে গেলেও বাঁদরটির ঠিকানা চরিচা জঙ্গলের ঐ গাছ। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন রাস্তার পাশেই একটি গাছের মধ্যেই বসে থাকে ঐ বানরের বাচ্চাটি। ওই গাছ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেনা। গ্রামবাসীরা ওই গাছে একটি ঝুড়ি ও জলের জায়গা বেঁধে প্রতিদিন খাবার ও জল দেন। তারপর থেকেই ওই এলাকার মানুষ এবং পথ চলতি মানুষেরা ও বাজার থেকে যাওয়ার পথে আপেল, আঙ্গুর, বেদানা, আলু, বেগুন ও শসা সহ বিভিন্ন ফল ও সবজি বাঁদরের বাচ্চাটির খাওয়ার জন্য ঝুড়িতে তুলে দেন। প্রায় চার মাস এভাবেই এখনো এলাকাবাসীরা খাবারের যোগান দিয়ে যাচ্ছেন। এই খবর আস্তে আস্তে ছড়িয়ে পরতেই অনেকেই বাঁদরের বাচ্চাটিকে দেখতে ভিড় জমাচ্ছেন এবং খাবার দিয়ে আসছেন।