দীপককুমার দাসঃ
বোলপুরে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে সংগঠন শক্তিশালী করতে নলহাটি ও মহঃবাজারে সংগঠনে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হলো। নলহাটি ২নম্বর ব্লক সভাপতি বিভাস অধিকারীকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এছাড়া রামপুরহাট বিধানসভার অর্ন্তগত ছয়টি অঞ্চলে দুই আহ্বায়কের পরিবর্তে নতুন কাউকে দ্বায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। রামপুরহাট বিধানসভার অর্ন্তগত রামপুর, কাপিষ্ঠা, হিংলো, ভাড়কাঁটা, সেকেড্ডা, গণপুর এই ছয়টি অঞ্চলের আহ্বায়ক আছেন কালিপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও শুভ্রাংশু চৌধুরী। গত পঞ্চায়েত ভোটে শুভ্রাংশু চৌধুরী ওরফে খোকনের নেতৃত্বে গণপুর পঞ্চায়েত দখল নিয়েছিল বিজেপি। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। মহঃ বাজার ব্লক সভাপতি করা হয় শুভ্রাংশু চৌধুরীকে। পরে শুভ্রাংশু চৌধুরীর ক্ষমতা ছেঁটে রামপুরহাট বিধানসভার অর্ন্তগত মহঃ বাজার ব্লকের ছয়টি অঞ্চলের আহ্বায়ক করা হয়। আর হিংলো অঞ্চলের কালিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে মহঃ বাজার ব্লকের কার্যকরী সভাপতি, পরে ঐ ছয়টি অঞ্চলের আহ্বায়ক করা হয়। এদিন বোলপুর তৃণমূল অফিসে বৈঠকে সিদ্ধান্ত হয় দুই আহ্বায়কের পরিবর্তে নতুন কাউকে দ্বায়িত্ব দেওয়া হবে। প্রথমে কোর কমিটির বৈঠক হয়। পরে বর্দ্ধিত জেলা কমিটির বৈঠক হয়। বৈঠকে দেখা যায়নি শুভ্রাংশু চৌধুরীকে। গত শুক্রবার কালিঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতহীন বীরভূমে সংগঠন চালানোর জন্য নয় জনের কোর কমিটি গঠন করে দেন। রবিবার সেই কমিটির প্রথম বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক হিসেবে নতুন দ্বায়িত্ব প্রাপ্ত পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। নানুরে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ ও সুদীপ্ত ঘোষকে এলাকার নেতাদের নিয়ে আলোচনা করে মিটমাটের জন্য নির্দেশ দেওয়া হয়। নলহাটি ২নম্বর ব্লক সভাপতি বিভাস অধিকারীর নাম জড়িয়েছে চাকরির দুর্নীতি কান্ডে। তার জায়গায় নির্বাচনের দ্বায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক অশোক চট্টোপাধ্যায়কে। আগামী রবিবার সিউড়ি তৃণমূল কার্যালয়ে হবে কোর কমিটির বৈঠক। আর আগামী ১৬ এপ্রিল হবে জেলা কমিটির বৈঠক। সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।