সাঁইথিয়ায় শতাব্দী দলের অঙ্গন নাটক

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

২৬ মার্চ সন্ধ্যায় সাঁইথিয়া নন্দিকেশ্বরীতলায় মেঘদূত মঞ্চের সামনে কলকাতার শতাব্দী নাট্য দলের অঙ্গন নাটক দেখে একরাশ মুগ্ধতা নিয়ে ফিরল দর্শকরা। সিউড়ির আত্মজ ও সাঁইথিয়া আসরনাট্যম এর উদ্যোগে আয়োজিত হয়েছিল এই নাট্যসন্ধ্যা। নাটকের আগে আয়োজকদের পক্ষে বিজয়কুমার দাস বললেন, আত্মজ দলের অকৃপণ সহযোগিতায় আয়োজিত বর্ষব্যাপী প্রতি মাসের থিয়েটারের দশম পর্যায়ে অঙ্গন নাটকের আয়োজন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যকার বাদল সরকার প্রতিষ্ঠিত শতাব্দী নাট্যদল এই প্রথম সাঁইথিয়া শহরে নাটক পরিবেশন করতে এল। এরপর তিনি বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করে শোনান। আত্মজ দলের কর্ণধার মুকুল সিদ্দিকি বললেন, এক বছর ধরে প্রতি মাসের এই থিয়েটারে এ পর্যন্ত দশটি পর্যায়ে কলকাতা সহ বিভিন্ন জেলার নাট্যদল নাটক পরিবেশন করেছে। আমাদের উদ্দেশ্য, থিয়েটারের দর্শক তৈরি করা। এরপর শতাব্দী দলের নাট্যশিল্পীরা পরিবেশন করে খোলা আকাশের নিচে অঙ্গন নাটক বাদল সরকার রচিত ও নির্দেশিত “হট্টমালার ওপারে” নাটক। শারীরিক, বাচিক অভিনয়ে অঙ্গন দাপিয়ে বেড়ালেন শতাব্দীর শিল্পীরা। দর্শকরা জানালেন, এমন নাট্যসন্ধ্যার স্মৃতি বহুদিন মনে থাকবে। নাটকের শেষে শতাব্দী নাট্যদলের হাতে সম্মান স্মারক তুলে দেন মেঘদূত ক্লাবের কিষাণ আগরওয়াল। শতাব্দীর শিল্পীরা জানালেন, এমন দর্শকের সামনে নাটক পরিবেশন করে তাঁরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *