আত্মজ উদ্যোগে গান ও নাটকের সন্ধ্যা সিউড়িতে

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

সিউড়ির আত্মজ বিভিন্ন নাট্যদলের নাটক এনে সিউড়ির দর্শকদের ভাল নাটক দেখানোর এক উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের শব্দ নাট্যচর্চা কেন্দ্র এবং আসামের নাট্যদল নাটক পরিবেশন করে গেছে সিউড়ি রবীন্দ্র সদনে পূর্ণ প্রেক্ষাগৃহে। পাশাপাশি অঙ্গন নাটক পরিবেশনের আয়োজনেও উদ্যোগ নিয়েছে আত্মজ। বিশ্ব নাট্য দিবসের একদিন আগে ২৫ মার্চ জোনাকি অঙ্গনে অঙ্গন নাটক পরিবেশন করে গেল শতাব্দী নাট্যদল। জোনাকী অঙ্গনটি সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল অঙ্গন নাটকের উপযোগী করে। নির্ধারিত সময়ের আগেই প্রেক্ষাগৃহ পূর্ণ হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যজন বাদল সরকার প্রতিষ্ঠিত শতাব্দী দলের নাটক দেখার তুমুল আগ্রহ ছিল দর্শকের। শতাব্দী পরিবেশন করল “হট্টমালার ওপারে” নাটক। তার আগে অনুপম চক্রবর্তীর গাওয়া চারটি গান শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছে। আর নাটক দেখে অভিভূত দর্শক। চারিদিকে দর্শক।মাঝের অঙ্গনে দলের শিল্পীরা কার্যত শারীরিক, বাচিক অভিনয়ে মুগ্ধ করল দর্শকদের। একই অভিনেতা বা অভিনেত্রী মুহূর্তে হয়ে ওঠেন নানা চরিত্রের রূপকার। এ যেন অভিনয় নয়। জীবনের বাস্তব প্রতিফলন। নাটকের শেষে আত্মজর মুকুল সিদ্দিকি জানালেন, আগামীতেও বিভিন্ন দলের মঞ্চনাটক ও অঙ্গন নাটক পরিবেশিত হবে সিউড়িতে। শতাব্দী দলের হাতে সম্মান স্মারক তুলে দেন জেলার বিশিষ্ট অভিনেতা বাবুন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *