শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি ইয়ং নাট্য সংস্থার আয়োজনে ২৭ মার্চ “বিশ্ব নাট্য দিবস” উদযাপিত হয়। ১৫ তম বর্ষের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সিউড়ির বিভিন্ন নাট্য সংস্থা। সিউড়ির কেন্দুয়া রক্ষাকালী তলা ক্লাব এর মঞ্চে এদিন বিকেল থেকেই অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। প্রথম পর্বে বৈকাল পাঁচটায় অনুষ্ঠানের শুভসূচনা হয়। প্রথমেই উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে সন্ধ্যা ছটার পর পরিবেশিত হয় নাটক। প্রথমেই নাটক মঞ্চস্থ করে বীরভূমের আনন নাট্য গোষ্ঠী। নাটক: “তুলনা নাকি কম্পেয়ার” এরপর বীরভূম কুশীলব নাটক মঞ্চস্থ হয়। নির্দেশনা সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক গোপীনাথ চৌধুরী। প্রত্যেকটি নাটক মঞ্চস্থ হবার পরেই নাট্য দলের কর্ণধারদের হাতে তুলে দেওয়া হয় স্মারক সংবর্ধনা। এদিন মোট ৯ টি নাট্যদল বিশ্ব নাট্য দিবস উৎসব উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।