তীর্থকুমার পৈতণ্ডীঃ
জেলা বীরভূমের যে কয়েকটি গ্রামে বাসন্তীপুজো হয় মহঃবাজারের বৈদ্যনাথপুর তাদের অন্যতম। প্রতিবারের মতো এবারও গ্রামে বাসন্তীপুজো অনুষ্ঠিত হচ্ছে। গ্রামের পুজো এবার ৩৫ বছরে পা দিল। দুর্গাপুজোর মতো প্রথা মেনেই বাসন্তীপুজোতে ঘটবারি নিয়ে আসা যাওয়ার পথে খর্গ, ছুরি, তলোয়ার ব্যবহার করা হয়। ১৯৮৯ সালে স্বপ্নাদেশ পেয়ে বাসন্তীপুজোর শুভারম্ভ করেন গ্রামের অমরকুমার সিংহ। তখন থেকেই নিরবচ্ছিন্ন ভাবে পুজো হয়ে আসছে। বর্তমানে পুজো পরিচালনা করে শ্রীদুর্গা সংঘ। করোনাকালে প্রতিমা তৈরী হলেও পুজো করা সম্ভব হয়নি। সকলের সহযোগিতায় পুজো এগিয়ে চলেছে। এলাকার একমাত্র এই গ্রামেই হয় বাসন্তীপুজো। স্বভাবতই মানুষের উৎসাহ এবং আনন্দ একটু বেশি।