দীপককুমার দাসঃ
মহঃ বাজার ব্লকে বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হলো রামনবমী উৎসব। মহঃ বাজার থানার ভুতুরা পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে শঙ্করপুর বজরঙ্গবলী সেবা সমিতির পক্ষ থেকে রামনবমী উৎসবের আয়োজন করা হয়। পূজাচর্ণা, বৈদিক হোমযঞ্জ, নরনারায়ণ সেবার বাউল গানের আয়োজন করা হয়। এছাড়া দুপুরে রামায়ণ গান ও সন্ধ্যায় নবদ্বীপের মনফকিরা লোকগানের দলের লোকগান পরিবেশিত হয়। এই বজরঙ্গবলী পুজো উপলক্ষ্যে নির্মীয়মান মন্দির সুন্দর করে সাজিয়ে তোলা হয়। পুজো উপলক্ষ্যে বসেছে গ্রামীণ মেলাও। প্যাটেলনগর বাসষ্ট্যান্ডের নিকট বজরঙ্গবলী মন্দির ও পুজো উপলক্ষে সুন্দর ভাবে সাজানো হয়। সকালে শোভাযাত্রা সহকারে ঘট আনয়ন করে পুজোর সূচনা হয়। এছাড়া শেওড়াকুড়িতে চেকপোষ্টের কাছে স্হায়ী মন্দিরে পুজো, প্রসাদ বিতরণ এর মাধ্যমে সাড়ম্বরে রামনবমী পালন করা হয়। চরিচা পঞ্চায়েতের বৈদ্যনাথপুরেও এদিন রামনবমী উৎসব পালন করা হয়। প্রচুর মানুষের সমাগমে জমজমাট হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। মহঃ বাজার ডাউনের ক্যানেলপাড়ে বিরাট মাপের সিমেন্টের তৈরি স্থায়ী হনুমানজীর পুজো হয়। মহঃ বাজারের কর্মকার পাড়ায় চৌরাস্তার মোড়ে পাঁচমাথা হনুমানজীর পূজো সুসম্পন্ন হয় এদিন। বিকেলে খড়িয়া গ্রাম ও কুলিয়া রঘুনাথপুর গ্রাম থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা মহঃবাজার ডাউন এলাকায় বজরঙ্গবলী মন্দির হয়ে খড়িয়া ও কুলিয়া গ্রামে শেষ হয়।