সাঁইথিয়ায় রামনবমীর বর্ণাঢ্য মিছিল

বিজয়কুমার দাসঃ

রামনবমী উপলক্ষে ৩০ মার্চ সাঁইথিয়ায় বেশ কয়েকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পক্ষে শোভাযাত্রা বেরনোর পাশাপাশি শহরের বিভিন্ন ওয়ার্ড থেকেও শোভাযাত্রা বেরিয়েছিল। স্বয়ংসেবক সঙ্ঘের শোভাযাত্রাটি ছিল যথেষ্ট বড়। বর্ণাঢ্য গৈরিক পতাকা ছিল সবার হাতে। আদিবাসী রমণীদের নাচের পাশাপাশি শোভাযাত্রায় তরুণ তরুণী, মহিলা ও কিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পতাকার পাশাপাশি উন্মুক্ত তরবারিও ছিল অনেকের হাতে। শোভাযাত্রায় শ্রীরামচন্দ্রের বিশালাকার মূর্তিও ছিল।
অন্যদিকে এবারেই প্রথম বিভিন্ন ওয়ার্ডের শোভাযাত্রায় তৃণমূল দলের কর্মীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সব শোভাযাত্রাতেই অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙবেরঙের আবির। রাস্তার দুপাশে শোভাযাত্রা দেখার জন্য মানুষের ভিড়ও ছিল।পুলিসের তৎপরতা ছিল লক্ষণীয়। তবে শোভাযাত্রায় ডিজে নামক শব্দদানবের উৎপাত অপছন্দ ছিল শহরবাসীর অনেকেরই। তবে শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *