পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলেন অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন মহিলা

সেখ ওলি মহম্মদ

আবারও মানবিক মুখ দেখা গেল পুলিশের। আমরা সাধারণত পুলিশকে নিয়ে অথবা তাঁদের কাজকর্ম নিয়ে বিভিন্ন সমালোচনা করে থাকি। কিন্তু পুলিশ যে মানুষের জন্য কাজ করে তাঁর প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল আজ মঙ্গলবার। এদিন এক অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দিল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। জানা যায়, দু’দিন আগে সদাইপুর থানার রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে এক অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন মহিলাকে রাত্রে দেখতে পায় সদাইপুর থানার পুলিশ। ঐ মহিলাকে জিজ্ঞাসা করলে তাঁর কথার মধ্যে অসঙ্গতি দেখা যায়। তাই খবর দেওয়া হয় সদাইপুর থানার ওসি মিকাইল মিয়াকে। তিনি ঐ মহিলাকে থানায় নিয়ে আসতে বলেন। তারপর তাঁর ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়। কিন্তু তবুও কোনো কাজ না হওয়ায় এই থানারই একজন সাব ইন্সপেক্টর ফোন মারফত যোগাযোগ করে ঐ মহিলার বাড়ীর লোকের খোঁজ পান। বাড়ীর লোকজন আজ দুপুরে সদাইপুর থানা আসেন। এবং সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া ঐ মহিলাকে তাঁর পরিবারের লোকজনদের হাতে তুলে দেন। জানা যায় ঐ মহিলার নাম দেবকুমারী যাদব, বাড়ি ঝাড়খণ্ডের বাগডহরী থানার গাইপাথর গ্রামে। ঐ মহিলার ভাই বিকাশ মান্না জানান, আমরা জানতাম না আমার দিদি এদিকে চলে এসেছে। কারন সে তাঁর শ্বশুর বাড়িতে ছিল। মাথা ঠিক নেই তাই হয়তো এদিকে চলে এসেছে। সদাইপুর থানার পুলিশ এখানে তাঁকে রেখেছিলেন এবং খাওয়া দাওয়া ও চিকিৎসা করিয়েছেন। তাই আজ সদাইপুর থানার পুলিশ আমার দিদিকে আমাদের হাতে তুলে দিলেন। পাশাপাশি তাঁকে নতুন বস্ত্রও দিলেন। আমরা সদাইপুর থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *