অভিজিৎ চ্যাটার্জী
এিশূলাপট্টী থেকে বোলপুর মহাকুমা হাসপাতাল যাওয়ার পথে পূর্ণাঙ্গ পথ অবরোধ শুরু হলো বুধবার। বহুদিন মহাকুমা হাসপাতাল যাওয়ার রাস্তা বেহাল থাকার জন্যে এমন অবরোধ। কোন রাজনৈতিক ব্যানারে নয় এলাকাবাসীরা একত্রিত হয়ে এই অবরোধ শুরু করেছে বলে জানা গেছে। রাস্তায় টায়ার রেখে এই অবরোধ শুরু হলেও অ্যাম্বুলেন্স, স্কুল গাড়ি, ছোট গাড়ি পার হতে পারবে বলে জানিয়েছেন অবরোধকারীরা। এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে রাস্তা সম্পূর্ণ না হওয়ার কারণে পরিবেশ দূষণ, বাড়িঘর অপরিষ্কার এবং সবুজ ধ্বংস হচ্ছে। তাই সকলকে সম্পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানানোর পাশাপাশি প্রশাসনের কাছেও সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী। অন্যদিকে কাজের বরাত পাওয়া ব্যক্তি ভজন সরকার জানাচ্ছেন, পেমেন্ট না পাওয়া পর্যন্ত কাজ করা অসম্ভব। দীর্ঘদিন রাস্তা সম্পূর্ণ না হওয়ার কারণে বোলপুর থেকে মহাকুমা হাসপাতাল যাওয়ার পথে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। তাই অতি দ্রুত রাস্তা সম্পন্ন করার আহ্বান জানাচ্ছেন অবরোধ কারীদের পাশাপাশি সাধারণ মানুষ।