শম্ভুনাথ সেনঃ
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরভূম জেলা জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সদর সিউড়ীতে দলের জেলা কার্যালয়ে বিজেপির পতাকা উত্তোলন করলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি নির্মল চন্দ্র মণ্ডল সহ একাধিক বিজেপি কার্যকর্তাগণ। বীরভূমের সিউড়ি ছাড়া রামপুরহাট বোলপুর, দুবরাজপুর, তাঁতিপাড়া এমন বিভিন্ন এলাকায় আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপনের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ১৯৮০ সালের এমন এক ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন নেতা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রথম গঠন হয়। ১৯৮৪ সালে সাধারণ নির্বাচনে বিজেপি প্রথম অংশ নেয়। এই নির্বাচনে লোকসভায় মাত্র দুটি আসন জয়লাভ করেছিল। পরে ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে বিজেপি প্রথম লোকসভায় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে।