শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে আজ ৬ এপ্রিল অষ্টম বর্ষীয় “পবিত্র হনুমান জয়ন্তী উৎসব” সাড়ম্বরে উদযাপিত হয়। দু’দিনের এই উৎসব অনুষ্ঠানে সকাল থেকেই গ্রামের হনুমান মন্দিরে শুরু হয় নাম সংকীর্তন। পবনপুত্রের প্রতিকৃতি নিয়ে একটি শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে। উল্লেখ্য,হনুমান রামচন্দ্রের সব থেকে কাছের একজন। রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র। সনাতনী শাস্ত্রে হনুমানকে বলা হয় পবন পুত্র। আজ এই চৈত্র মাসের পূর্ণিমায় হনুমান জয়ন্তীতে পণ্ডিতপুর গ্রামের হনুমান মন্দিরে পূজা-পাঠ, যাগ-যজ্ঞ, আরতি অনুষ্ঠিত হয়। পৌরহিত্য করেন বালিজুড়ি গ্রামের পুরোহিত উৎপল চৌধুরী। উপস্থিত ভক্তগণকে শান্তিবারি ছিটিয়ে দেওয়া হয়। হয় প্রসাদ বিতরণ। উল্লেখ্য,নিউ ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে লোকগানের আসর। আগামীকাল এই হনুমান জয়ন্তী উপলক্ষে খিঁচুড়ি মহোৎসবের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।