শম্ভুনাথ সেনঃ
৭ এপ্রিল দিনটি “বিশ্ব স্বাস্থ্য দিবস” হিসেবে চিহ্নিত। প্রতি বছর এই দিনে সারা বিশ্বজুড়ে “ওয়ার্ল্ড হেলথ ডে” পালিত হয়। বীরভূমের সদর সিউড়িতে বীরভূম নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগ ও আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। “আমাদের শুভ বুদ্ধির চৈতন্য হোক” বর্তমান সময়ে এমন প্রাসঙ্গিক বিষয়ের গুরুত্বপূর্ণ খোলামেলা আলোচনা সভায় অংশ নেন গৌতম রায়, বিশ্বনাথ দাস, সমিতির সম্পাদক সুশীল সরকার সহ শহরের বহু বুদ্ধিজীবী মানুষজন। এদিন সকালেই স্বামী বিবেকানন্দ, মা সারদা ও শ্রীরামকৃষ্ণদেবের প্রতিকৃত নিয়ে সচেতনতার বার্তা দিয়ে একটি শোভাযাত্রা সিউড়ি শহর পরিক্রমা করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ড. কল্যাণ ভট্টাচার্য। দুপুরে অনুষ্ঠিত হয় বীরভূম নাগরিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা। সভাপতিত্ব করেন সংস্থার স্থায়ী সভাপতি নুরুল হুদা। সমিতির সদস্য সহ শহরের অন্তত শতাধিক মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।